প্রথম অধ্যায়
শিখন
Set - 1
MCQ questions and answers
( প্রতিটি প্রশ্নের মান - 1 )
1. শিখন একটি -
A. জন্মগত
B.স্থিতিশীল
C. অর্জিত
D. দ্বি - মুখী প্রক্রিয়া ।
উত্তর : অর্জিত প্রক্রিয়া ।
2." উদ্দিপক ও প্রতিক্রিয়ার মধ্যে যথাযথ সংযোগ স্থাপনই হল শিখন" - এ কথা কে বলেছেন ?
A. ড্রেভার
B. ম্যাকডুগাল
C. হিলগার্ড
D. থর্নডাইক ।
উত্তর : থর্নডাইক।
3.মনোবিদ গ্যাগনি শিখনের কয়টি শ্রেণীর কথা বলেছেন?
A. 5 টি
B. 6 টি
C. 7 টি
D. 8 টি ।
উত্তর : 8 টি
4. গ্যাগনির মতে শিখনের প্রথম স্তরটি হল -
A. ধারণার শিখন
B. উদ্দীপক ও প্রতিক্রিয়ার শিখন
C. বাচনিক শিখন
D. সংকেতমূলক শিখন
উত্তর : সংকেতমূলক শিখন ।
5. " স্বকীয় ও অন্তর্জাত বৃদ্ধিই হল পরিনমণ " - এ কথা কে বলেছেন ?
A. ম্যাকগিয়ক
B. কলেশনিক
C. গেসেল
D. স্কিনার
উত্তর : গেসেল ।
6. মনোবিদ ম্যাকডুগাল বলেছেন, _______ হল সুপ্ত মনোযোগ ।
A. প্রেষণা
B. বুদ্ধি
C. আগ্রহ
D. শিখন
উত্তর : আগ্রহ ।
7. পরিনমণ এক ধরনের -
A. স্বাভাবিক প্রক্রিয়া
B. আদেশ নির্ভর প্রক্রিয়া
C. সামাজিক প্রক্রিয়া
D. শর্তনির্ভর প্রক্রিয়া
উত্তর : স্বাভাবিক প্রক্রিয়া
8. শিখনের প্রথম স্তর হল -
A. অভিজ্ঞতা অর্জন
B. সংরক্ষণ
C. পুনরুদ্রেক
D. প্রত্যভিজ্ঞা
উত্তর : অভিজ্ঞতা অর্জন ।
9. " পুনরুদ্রেক " কথাটির অর্থ হল -
A. স্মরণ করা / মনে করা
B. ভুলে যাওয়া
C. আগ্রহ
D. বুদ্ধি
উত্তর : স্মরণ করা / মনে করা
10. " প্রত্যভিজ্ঞা " শব্দের অর্থ হল -
A. স্মরণ করা / মনে করা
B. ভুলে যাওয়া
C. চিনে নেওয়া
D. বুদ্ধি
উত্তর : চিনে নেওয়া ।
11. নীচের কোনটি জৈবিক প্রেষণা ?
A. তৃষ্ণা
B. আত্মপ্রকাশ
C. নিরাপত্তা
D. ভালোবাসা
উত্তর : তৃষ্ণা
12. নীচের কোনটি সামাজিক প্রেষণা ?
A. তৃষ্ণা
B. আত্মপ্রকাশ
C. নিরাপত্তা
D. ভালোবাসা
উত্তর : নিরাপত্তা ।
13. নীচের কোনটি ব্যক্তিগত প্রেষণা ?
A. তৃষ্ণা
B. আত্মপ্রকাশ
C. নিরাপত্তা
D. ভালোবাসা
উত্তর : আত্মপ্রকাশ ।
14. নীচের কোনটি মনোযোগের বস্তুগত নির্ধারক ?
A. তীব্রতা
B. আগ্রহ
C. প্রক্ষোভ
D. মেজাজ
উত্তর : তীব্রতা ।
15. নীচের কোনটি মনোযোগের ব্যক্তিগত নির্ধারক ?
A. গতিশীলতা
B. স্থায়িত্ব
C. সেন্টিমেন্ট
D. নতুনত্ব
উত্তর : সেন্টিমেন্ট ।
16. স্পিয়ারম্যানের " দ্বি - উপাদান তত্ত্ব " কত সালে প্রকাশিত হয় ?
A. 1902
B. 1904
C. 1900
D. 1906
উত্তর : 1904 সালে ।
17. রাশিবিজ্ঞানে সহগতি কয় প্রকার ?
A. 3
B. 4
C. 5
D . 6
উত্তর : 3 প্রকার ।
18. " The Nature of Intelligence " বইটির রচয়িতা হলেন -
A. স্পিয়ারম্যান
B. প্যাভলভ
C. থার্স্টোন
D. স্কিনার
উত্তর : থার্স্টোন ।
19. " Abilities of Man " বইটি লিখেছেন -
A. স্পিয়ারম্যান
B. প্যাভলভ
C. থার্স্টোন
D. স্কিনার
উত্তর : স্পিয়ারম্যান ।
20. থার্স্টোনের দলগত উপাদান তত্ত্বতে " স্মৃতির উপাদান " - কে সূচিত করা হয় -
A. P দ্বারা
B. S দ্বারা
C. M দ্বারা
D. V দ্বারা
উত্তর : M দ্বারা ।
Very very important notes
ReplyDeleteThank you
Deleteআরো বেশি শর্ট কোশ্চেন চাই ।
ReplyDeleteসাথে থাকো, দেওয়া হবে ।
DeleteVery important,sir
ReplyDelete