Two Factor Theory : Spearman
দ্বি - উপাদান তত্ত্ব - স্পিয়ারম্যান
ব্রিটিশ মনোবিজ্ঞানী চার্লস স্পিয়ারম্যান 1904 সালে সম্পূর্ণ গণিত নির্ভর মানসিক ক্ষমতার তাত্ত্বিক ব্যাখ্যা দেন । "American Journal of Psychology"- তে General Objectively Determined and Measured" - নামে একটি প্রবন্ধে তিনি তার "দ্বি - উপাদান তত্ত্ব"টি প্রকাশ করেন ।
এই তত্ত্বে তিনি বলেন , যে কোনো বৌদ্ধিক কাজে দুটি উপাদান কার্যকরী হয়।
যথা:
A. সাধারণ মানসিক উপাদান বা "G - Factor" বা General Mental Ability.
B. বিশেষ মানসিক উপাদান বা "S - Factor" বা Special Mental Ability.
সাধারণ মানসিক উপাদান টি সব ধরনের কাজে কম বেশি প্রয়োজন হয় এবং বিশেষ উপাদান কেবলমাত্র নির্দিষ্ট কাজে প্রয়োজন হয়। নিম্নে এদের সম্পর্কে আলোচনা করা হল-
A. সাধারণ মানসিক উপাদান বা "G - Factor"
যে কোনো বৌদ্ধিক কাজ করতে গেলে যে জন্মগত , সর্বজনীন মানসিক ক্ষমতার প্রয়োজন এবং যা সমস্ত রকম কাজে প্রয়োজন তাকে "সাধারণ মানসিক উপাদান" বা "General Mental Ability" (GMA) বা G"- Factor" বা " G - উপাদান" বলে ।
নিম্নে সাধারণ মানসিক উপাদান বা G - উপাদানের বৈশিষ্ট্য গুলি আলোচনা করা হল -
1. জন্মগত / সহজাত : সাধারণ মানসিক উপাদান জন্মগত বা সহজাত অর্থাৎ, জিনগত সূত্রে শিশু এই ক্ষমতার অধিকারী,যা G - উপাদানের বৈশিষ্ট্য।
2. সর্বজনীন : সাধারণ মানসিক উপাদান সর্বজনীন।কম - বেশি সব শিশুই জন্মগত সূত্রে সাধারণ মানসিক ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে এবং সব রকম বৌদ্ধিক কাজ করতে সক্ষম হয়।
3. ব্যাক্তিভদে পরিবর্তনশীল : ব্যক্তিভেদে সাধারণ মানসিক ক্ষমতার পার্থক্য দেখা যায়। বেশিরভাগ ব্যাক্তিই গড় মানসিক ক্ষমতা সম্পন্ন হয়।এই ক্ষমতার কম বেশি অধিকারের জন্যই তা হয়।
4. দুই প্রকার : সাধারণ মানসিক ক্ষমতাকে মনোবিজ্ঞানীরা দুই ভাগে ভাগ করেছেন। যথা: মূর্ত ও বিমূর্ত ।
5. অনুশীলন নিরপেক্ষ: সাধারণ মানসিক ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, এই ক্ষমতা অনুশীলন নিরপেক্ষ।অর্থাৎ অনুশীলনের দ্বারা এই ক্ষমতার বৃদ্ধি করা যায় না।
6. পরিমাপযোগ্য : সাধারণ মানসিক ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ইহা পরিমাপযোগ্য। অর্থাৎ এই ক্ষমতা বুদ্ধির অভিক্ষা দ্বারা পরিমাপ করা যায়।
7. সঞ্চালনশীল : এই ক্ষমতা যে শিশুর মধ্যে যত বেশি পরিমাণে থাকবে , তত বেশি এক বিষয় থেকে অন্য বিষয়ে জ্ঞান সঞ্চালন করতে সক্ষম হবে। তাই সাধারণ মানসিক ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এই ক্ষমতা সঞ্চালনশীল ।
B. Special Mental Ability
বিশেষ মানসিক ক্ষমতা
সাধারণ মানসিক ক্ষমতা ছাড়াও মনোবিজ্ঞানী স্পিয়ারম্যান ব্যাক্তির দক্ষতা প্রকাশের জন্য অন্য যে উপাদানটির কথা বলেছেন , তা হল বিশেষ মানসিক উপাদান বা S - উপাদান বা Special Mental Ability (SMA)। এই বিশেষ মানসিক ক্ষমতা প্রতিটি কাজেই ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়।
যেমন : সাইকেল চালানোর ক্ষেত্রে,গণিত শিখনে আলাদা আলাদা বিশেষ মানসিক ক্ষমতার প্রয়োজন হয়।
Characteristics of Special Mental Ability
বিশেষ মানসিক উপাদান বা S - উপাদানের বৈশিষ্ট্য
নিম্নে বিশেষ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য আলোচনা করা হল -
1. বিশেষ ধর্মী : নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে নির্দিষ্ট বিশেষ মানসিক ক্ষমতার প্রয়োজন হয়।এই বিশেষ ধর্মী ক্ষমতায় বিশেষ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য।যেমন : অঙ্ক করা, ছবি আঁকা,সাইকেল চালানো সব পৃথক পৃথক বিশেষ মানসিক ক্ষমতা।
2. সংখ্যা : বিশেষ মানসিক ক্ষমতা সংখ্যায় বহু বা অসংখ্য।বিভিন্ন রকম কর্মের জন্য ভিন্ন ভিন্ন প্রকৃতির মানসিক ক্ষমতার প্রয়োজন হয়।
3. সাধারণ মানসিক ক্ষমতার সহযোগী : বিশেষ মানসিক ক্ষমতা এককভাবে কর্মসম্পাদন করতে পারে না। সাধারণ মানসিক ক্ষমতার সহযোগী হিসেবে কাজ করে।
4. অর্জিত : শিখনের মাধ্যমে বিশেষ মানসিক ক্ষমতা অর্জন করতে হয়।এই বিশেষ মানসিক ক্ষমতাকেই প্রবণতা বলা হয়।
5. পেশাগত সাফল্য : বিশেষ মানসিক ক্ষমতার সাহায্যে পেশাগত সাফল্য লাভ করা যায়, যা বিশেষ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য।
6. ব্যাক্তি একাধিক বিশেষ মানসিক ক্ষমতার অধিকারী : কোনো ব্যাক্তি একাধিক বিশেষ মানসিক ক্ষমতার অধিকারী হতে পারে। যেমন : যে ভালো ক্রিকেট খেলা করতে পারে অনেক সময় সে পড়াশোনাতেও ভালো হয়।
7. পরস্পর নিরপেক্ষ : বিশেষ মানসিক ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এই ক্ষমতা গুলি পরস্পর নিরপেক্ষ। এদের মধ্যে কোনো সহ - সম্পর্ক থাকে না বা খুবই কম।
চিত্রসহ স্পিয়ারম্যানের দ্বি - উপাদান তত্ত্বের ব্যাখ্যা
Thanks for your important information
ReplyDeletewelcome
DeleteVery good and easy notes
ReplyDeleteVery good and easy notes
ReplyDeleteThank you
DeleteImportant notes for class xii
ReplyDeleteThank you
Deletethank you so so much. this helped a lot.
ReplyDelete